রেন্ট-এ-কার সার্ভিস বা ব্যবসা বাংলাদেশে বহুল প্রচলিত এবং পরিচিত একটি সেবা খাত।
সাধারণত ব্যক্তিগত পর্যায়ে ও উদ্যোগে এই ব্যবসা পরিচালিত হয়। শহরের ব্যস্ত এবং বাণিজ্যিক এলাকাকে কেন্দ্র করে এধরণের সেবা দানকারী প্রতিষ্ঠান গড়ে উঠে, যেখান থেকে গ্রাহকরা সশরীরে উপস্থিত হয়ে দরদাম করে পছন্দ অনুযায়ী গাড়ি ভাড়া নিয়ে থাকে। গাড়ি ভাড়া দেয়া থেকে শুরু করে গন্তব্য অনুযায়ী দুই পক্ষের মধ্যে ভাড়া নির্ধারণ এবং ব্যবসা পরিচালনার পুরো প্রক্রিয়াটিই প্রচলিত নিয়মে কোনো রকম প্রযুক্তির ছোঁয়া ছাড়া পরিচালিত হয়।
বহুল প্রচলিত এই পরিবহণ খাতকে আরো প্রসারিত ও সেবার মানকে প্রশস্ত করতে এবং রেন্ট-এ-কার ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কাজকে সহজতর ও হাতের মুঠোয় নিয়ে আসার লক্ষ্যে; যাত্রী সার্ভিসেস লিমিটেড উদ্ভাবন করে মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক রেন্ট-এ-কার ব্যবসা পরিচালনা প্লাটফর্ম ‘যাত্রী পার্টনার অ্যাপ’ । যার মাধ্যমে একজন রেন্ট-এ-কার ব্যবসায়ী অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানোর পাশাপাশি তাঁর ব্যসায়ের পরিধি বৃদ্ধি করতে পারবে এবং খুব সহজেই তাঁর ব্যবসা পরিচালনা করতে পারবে।
যাত্রী পার্টনার অ্যাপ:
-
যাত্রী পার্টনার অ্যাপ এমন একটি প্লাটফর্ম যেখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের রেন্ট-এ-কার ব্যবসা পরিচালনা করতে পারবে। যেহেতু যাত্রী পার্টনার অ্যাপে রেন্ট-এ-কার ব্যবসায়ে ক্ষেত্রে খুব অল্প হারে কমিশন দিতে হয়, সেক্ষেত্রে লাভবান হবার সুযোগও বেশি থাকে।
যেভাবে যাত্রী পার্টনার অ্যাপে যুক্ত হতে হবে:
-
গুগল প্লে-স্টোরে রয়েছে যাত্রী পার্টনার অ্যাপ। সেখান থেকে অ্যাপ ইনস্টল করার পর একজন ব্যক্তিকে ফোন নাম্বার ও প্রয়োজনীয় প্রাথমিক তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। পরবর্তী ধাপে সাইন আপ করা ব্যক্তিকে প্রদান করতে হবে তার গাড়ি সম্পর্কিত বিস্তারিত তথ্য ও গাড়ির ছবি। সর্বশেষ ধাপে যাত্রী সার্ভিসেস লিমিটেড নিয়োজিত ব্যক্তি কর্তৃক ভেরিফিকেশনের মাধ্যমে একজন ব্যক্তি পার্টনার অ্যাপে যাত্রীর পার্টনার হিসেবে রেজিস্টার্ড হবে।
বিডিং কী এবং যেভাবে বিডিংয়ে অংশ নিতে হয়:
-
যাত্রী পার্টনার অ্যাপে কোনো গন্তব্যের জন্য পূর্ব-নির্ধারিত ভাড়া নেই। ইউজার কোনো গন্তব্যের জন্য রিকোয়েস্ট প্রদান করার পর, পার্টনাররা সেই রিকোয়েস্টের ভিত্তিতে গন্তব্য, দূরত্ব, ট্রিপের সময়, ট্রিপের ধরণ, রাউন্ড ট্রিপ কি না- সহ সমস্ত কিছু যাচাই করে ভাড়া ডিমান্ড করবে। সাধারণত একাধিক কিংবা তার চেয়ে বেশি পার্টনার ভাড়া ডিমান্ড করে থাকে। ভাড়া নির্ধারণ এবং ট্রিপ নিশ্চিত করার এই পদ্ধতিকেই মূলত বিডিং বলা হয়। যার প্রদানকৃত ভাড়া ইউজারের কাছে ন্যায্য মনে হবে, গাড়ির বিবরণ সহ পার্টনারের বিস্তারিত তথ্য দেখে তিনি সেই পার্টনারকে সিলেক্ট করবেন।
Abdul Nakib
20th January, 2022